নারায়ণগঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশনের মানববন্ধন

নারায়ণগঞ্জে শিক্ষক ফেডারেশনের মানববন্ধন
নারায়ণগঞ্জে শিক্ষক ফেডারেশনের মানববন্ধন | ছবি: এখন টিভি
0

শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগরী শাখা। আজ (শনিবার, ১১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগরী শাখার সভাপতি ওমর ফারুক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এইচ. এম. নাসির উদ্দিন।

এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু দেশের শিক্ষক সমাজ আজও অবহেলিত। আমরা দীর্ঘদিন ধরে যৌক্তিক দাবিগুলো জানিয়ে আসছি, কিন্তু তা বাস্তবায়ন হয়নি।

আরও পড়ুন:

এসময় তারা এমপিওভুক্ত শিক্ষকদের ৫০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, ১০০ শতাংশ উৎসবভাতা, ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান এবং এবতেদায়ী ও নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানান।

এছাড়া বক্তারা অভিযোগ করেন, অবসরভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি পরিশোধে অনৈতিক বিলম্বের কারণে অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় এসব যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা জরুরি।

মানববন্ধনের শেষ পর্যায়ে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অচিরেই এসব দাবি বাস্তবায়িত না হয়, তবে শিক্ষক সমাজ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।

এসএইচ