'কথা ছিল সংস্কার ও নির্বাচন হবে এক সাথে'

এখন জনপদে
রাজনীতি
0

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচারের পাশাপাশি আইন প্রণয়ন করে হলেও দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। তিনি বলেন, 'সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দিতে হবে। এমন কোনো ভূমিকা নেয়া যাবে না যাতে জাতীয় ঐক্য বিনষ্ট হয়। কেউ বলছেন সংস্কার কেউ বলছেন নির্বাচন; অথচ কথা ছিল সংস্কার ও নির্বাচন হবে এক সাথে।'

আজ (সোমবার, ২৪ মার্চ) ময়মনসিংহের একটি রেস্টুরেন্টে গণসংহতি আন্দোলনের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে টানাটানি চলছে, একদল ক্রেডিট নিজেদের দখলে নিতে চায়। ৫ আগস্টের পরে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, ট্যাগিং করা হচ্ছে ফ্যাসিস্টের কায়দায়; এতে পুরোনো ফ্যাসিস্টদের পুনর্জাগরণের পথ তৈরি করবে। যারা বিভাজন তৈরি করবে তাদের শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে।'

গণসংহতি আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজিবের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান রোকন, গণ সংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, জেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব হাতেম রানা, গণ অধিকার পরিষদের নেতা রাহাত জাহান হোসেন, আলী ইউসুফ, আবুল কালাম আল আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

ইএ