আজ (শুক্রবার, ২১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
আওয়ামী লীগ নিয়ে ড. ইউনূসের বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, 'বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে।'
আরো পড়ুন: আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই: ড. ইউনূস
তিনি বলেন, 'নির্বাচনের জন্য জুলাই টাইম ফ্রেম বেধে দিয়েছে। সংস্কার আর বিচার করার পরেই হবে নির্বাচন।' জুলাই মাসের মধ্যে এসব করা সম্ভব বলে আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম ।
এসময় দলের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, 'আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, দল হিসেবে শাস্তি দিতে হবে, তারপর অন্য কোন আলোচনা হলেও হতে পারে।'
আরো পড়ুন: হাসনাত আব্দুল্লাহর 'বিস্ফোরক' ফেসবুক পোস্ট
হাসনাত বলেন, 'সেনাবাহিনীর বিষয়টি নিয়ে সন্দিহান এনসিপি। গণতান্ত্রিক রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদদের উপর থাকা উচিত।'
সেনাবাহিনী, কোনো বিদেশি কেউ বা এজেন্সি প্রতিজ্ঞা বদ্ধ নয় আমরা কেবল জুলাই শহিদ ও জনগণের কাছে প্রতিজ্ঞা বদ্ধ বলেও জানান হাসনাত।
আরো পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না: উপদেষ্টা আসিফ
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আখতার হোসেন বলেন, 'আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের সাথে যুক্ত সবার বিচার না হওয়া পর্যন্ত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।'
এছাড়াও আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করতে সারাদেশে বিক্ষোভ পালনের কর্মসূচি দেয় এনসিপি।