আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই: ড. ইউনূস

দেশে এখন
0

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে হত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নেতাদের দেশের আদালতে বিচার করা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ড. কমফোর্ট ইরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দল।

এ সময় তিনি বলেন, 'নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। কোনও দাবির প্রেক্ষিতে ভোট বিলম্বিত হবে না।'

ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, 'জুলাই সনদ সরকারের নীতিগুলোকে দিক-নির্দেশনা দেবে।'

এসময় ড. কমফোর্ট ইরো জানান, বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে ভুল তথ্য প্রচার মোকাবিলায় বাংলাদেশের প্রতি তার গ্রুপের সমর্থন আছে।

ড. ইউনূস বলেন, 'বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের বেশিরভাগই ভারতীয় মিডিয়া থেকে হয়েছে। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের দৃঢ় সম্পর্কের আকাঙ্ক্ষা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।'

ইএ