দেশে পৌঁছেছে সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত ৬ সেনাসদস্যের মরদেহ

বিমানবন্দরে শহিদ সেনাসদস্যদের মরদেহ গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী
বিমানবন্দরে শহিদ সেনাসদস্যদের মরদেহ গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী | ছবি: এখন টিভি
0

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্যের মরদেহ দেশে পৌঁছেছে। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মরদেহবাহী একটি বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে শহিদ সেনাসদস্যদের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

এসময় জানানো হয়, আগামীকাল (রোববার, ২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহিদদের মরদেহ হেলিকপ্টারে করে নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হবে।

আরও পড়ুন:

আইএসপিআর জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় ড্রোন হামলায় ছয়জন নিহত হওয়ার পাশাপাশি আরও ৯ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। আহতদের কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছেন বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

এসএস