আজ (রোববার, ২২ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি সংস্থা, এনজিও, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বদিউল আলম জানান, নির্বাচনে প্রশাসনের কর্মকর্তারা আর আগের মতো ব্যবহার হতে চান না। তাদের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে।
মতবিনিময় সভা শেষে তিনি বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাবনা অন্তর্বর্তী সরকারের কাছে তুলে দেয়া হবে। এক্ষেত্রে প্রস্তাবনায় কমিশনের ক্ষমতায়ন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, দলের মধ্যকার গণতন্ত্রের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।’
ইভিএমে নির্বাচন হবে কি না তা নিয়ে জানতে চাইলে বদিউল আলম জানান, ইভিএমে নির্বাচনের কোন প্রশ্নই আর আসে না। নির্বাচন কমিশন পুরনো আইনে পরিচালিত হলেও প্রস্তাবনা কমিশনের সাথে তা সাংঘর্ষিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, 'এক্ষেত্রে যোগ্য ও সঠিক লোক দায়িত্বে থাকলে সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা নেই।'