দিন পেরিয়ে রাতেও ধানমন্ডির ৩২ নম্বর বিক্ষুব্ধ জনতার ভিড়। শেখ হাসিনার ফেসবুক লাইভে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বাড়িটি ভেঙে ফেলছে ছাত্র-জনতা। আওয়ামী লীগের অস্তিত্ব নিশ্চিহ্ন করতেই ভবনটি ভেঙে ফেলা হচ্ছে বলে জানান তারা।
এদিকে, রাজধানীর বনানীতে শেখ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য শেখ সেলিমের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয়রা।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। এসময় হাসপাতালের ফটকে নাম ফলক মুছে ফেলে তারা।
এদিকে, এজাহারভুক্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের চেষ্টা করে শিক্ষার্থীরা। মিন্টু রোডের সামনে পুলিশের বাধার সম্মুখীন হলে সেখানে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
পরে ঘটনাস্থলে এসে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শুক্রবার থেকেই অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে।
এদিকে, অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পর ডিবি কার্যালয়ের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সোহানা সাবাকে।