এসময় সিটিজেন চার্ট না থাকা সহ বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। সেগুলো তথ্য তদন্ত ও পর্যালোচনা সাপেক্ষে ঢাকার দুদকের কমিশন বরাবর পাঠানো হবে বলে জানান দুদকের এই কর্মকর্তা।
সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক কামরুল হাসান জানান, দুদকের ঢাকা কার্যালয়ের নির্দেশে আজ বিভিন্ন ভূমি অফিসে অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলা হয়। তারই আলোকে জেলা চরভদ্রাসন উপজেলার সাবরেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। তার নমুনাসহ বেশ কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করে ঢাকা কার্যালয়ে প্রেরণ করা হয়।
এ প্রসঙ্গে ফরিদপুর দুদকের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার দাস জানান, দুর্নীতি বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘ঢাকার দুদক কমিশনের নির্দেশ মোতাবেক আমরা জাতীয় অভিযান পরিচালনা করে থাকি। অভিযানগুলোতে যে সকল তথ্য উপাত্ত বা অনিয়ম পাই সেগুলো প্রতিবেদন আকারে দুদক কমিশন বরাবর প্রেরণ করতে হয়। সেখানকার সিদ্ধান্ত মোতাবেক আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করি।’