'জুলাই গণহত্যায় জড়িত কোনো রাঘব বোয়ালকেই ছাড় দেয়া হচ্ছে না'

'জুলাই গণহত্যায় জড়িত কোনো রাঘব বোয়ালকেই ছাড় দেয়া হচ্ছে না'
'জুলাই গণহত্যায় জড়িত কোনো রাঘব বোয়ালকেই ছাড় দেয়া হচ্ছে না' | এখন টিভি
0

জুলাই গণহত্যায় জড়িত কোনো রাঘব বোয়ালকেই ছাড় দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে ব্রিফ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী জানান, মডেল মেঘনাকে আইন মেনেই গ্রেপ্তার করা হয়েছে।

একদল লোক দরজা ভাঙার চেষ্টা করছে। গেল বুধবার (৯ এপ্রিল) নিজের ফেসবুক পেইজে মডেল ও অভিনেত্রী মেঘলা আলমের এমন লাইভের পর জানা যায়, বসুন্ধরা আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে গোয়েন্দা পুলিশ আটক করেছে ঐ অভিনেত্রীকে।

পরদিন পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইনে তাকে এক মাসের আটকাদেশ দেয় আদালত। এ নিয়ে শুর হয় তুমুল আলোচনা-সমালোচনা। চাউর হয় বিদায়ী সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ বিন ঈসার সঙ্গে ঐ অভিনেত্রীর ঘনিষ্ঠতার গুঞ্জন। প্রায় একই সময়ে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হয় রেজাউল করিম মল্লিককে। মেঘনার বাবার রিটের প্রেক্ষিতে, এ আটকাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে রোববার রুল জারি করে হাইকোর্ট।

আইন উপদেষ্টা ড, সিফ নজরুল বলেন, 'গ্রেপ্তারের প্রক্রিয়াটা ঠিক হয়নি। কিন্তু গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি মানে উনার বিরুদ্ধে কোনো অপরাধের আলামত বা অভিযোগ নেই, মন না।'

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে যখন ব্রিফ করছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার এই মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী, তখন সাংবাদিকরা জানতে চান, আইন উপদেষ্টার এই মন্তব্য নিয়ে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী বলেন, 'এই আইন তো ব্যবহার হচ্ছে। এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না। এই একটা ক্ষেত্রেই এই আইন ব্যবহার হয়েছে বিষয়টা তো তা না।'

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়, সুনামগঞ্জে করা তার মন্তব্য সম্পর্কে। তিনি জানান, সরকারের পাঁচ বছর থাকা উচিত এটি তার নয়, জনতার মন্তব্য।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'জনগণ বলছে, আমি তো কিছুই বলিনি। ওখানে সাংবাদিকরা ছিল, তারা শুনছেই।'

জুলাই গণহত্যায় জড়িত বড় অপরাধীদের না ধরে ছোট নেতাদের হয়রানি করছে পুলিশ, এমন অভিযোগেরও জবাব দেন এই উপদেষ্টা।

তিনি বলেন, 'আমরা কিন্তু রাঘব বোয়াল কাউকে ছাড় দিচ্ছি না। এখন ঘটনা হচ্ছে রাঘব বোয়ালকে তো জালে আসতে হবে। জালে আসার আগে পর্যন্ত তো আমি তাকে ধরতে পারছি না। জালে যেটা আসতেছে আমরা কিন্তু তাকেই ধরছি।'

এ সংবাদ সম্মেলনের শুরুতে পহেলা বৈশাখের আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পারায় সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে কৃতজ্ঞতা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পুলিশের তৎপরতা ও দায়িত্ব পালনে স্বচ্ছতার ব্যাপারে জানান, শিগগিরই জিডি ও এফআইআরের অনলাইন কার্যক্রম শুরু হবে।

এসএস