তিনি বলেন, ‘পুলিশ নানা ধরনের প্রতিবন্ধকতা নিয়ে কাজ করে।’ তাদের আবাসন ও খাবারের খোঁজ খবর নেন এ সময়। জানেন পুলিশের নানা সমস্যার কথা।
থানায় আসা ভুক্তভোগীদের সাথেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দ্রুত নির্দেশনা পালনের নির্দেশ দেন। উত্তরায় আওয়ামী লীগের মিছিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের মিছিল দেখে পুলিশ নিশ্চুপ থাকলে ব্যবস্থা নেয়া হবে।’