কিন্তু তদন্ত কমিটিতে শিক্ষার্থী প্রতিনিধি রাখার শর্ত দেয় অনশনরত শিক্ষার্থীরা। তারা বলেন, দুর্নীতিবাজ উপাচার্যের পদত্যাগ এবং আওয়ামী ট্রাস্টি বোর্ড ভেঙে পুনর্গঠন করতে হবে।
এই দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথাও বলেন অনশনরত শিক্ষার্থীরা।
এতে সব পক্ষের সাথে মধ্যস্থতা করার চেষ্টা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ ও মুখপাত্র উমামা ফাতিমা।
আবদুল হান্নান মাসুদ বলেন, 'স্বৈরাচারের দালালরা শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করে ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।'
শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।