দেশে এখন
0

লেবানন থেকে ফিরলেন আরো ৭০ বাংলাদেশি

লেবানন থেকে দেশে ফিরেছেন আরো ৭০ বাংলাদেশি। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ (রোববার, ৩ নভেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএমের পক্ষ থেকে এসময় সবাইকে কিছু নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আইওএম তাদের ফিরিয়ে আনতে সহযোগিতা করেছে।

লেবাননে প্রায় লাখ খানেক প্রবাসী বাংলাদেশি থাকেন। এরমধ্যে ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধ শুরু হলে দেশে ফিরতে নিবন্ধন করেন ১ হাজার ৮০০ জন।

এর আগে লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলায় মো. মিজান নামে এক প্রবাসী বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছিল।

এএম