দেশে এখন
0

'দেশে অবশ্যই নির্বাচন হবে তার আগে সংস্কার জরুরি'

দেশে অবশ্যই নির্বাচন হবে তার আগে সংস্কার জরুরি বলে মনে করেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। সে লক্ষ্যেই নতুন পাঁচটি সংস্কার কমিশন গঠন করতে যাচ্ছে সরকার।

আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

রিজওয়ান হাসান বলেন, 'নারী, স্বাস্থ্য, শ্রম, স্থানীয় সরকার ও গণমাধ্যমসহ পাঁচটি নতুন সংস্কার কমিশন গঠন করা হবে। এ বিষয়ে আগামী রোববার গেজেট প্রকাশ করা হবে।'

এছাড়া সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে বর্তমান সরকার এরইমধ্যে হাটা শুরু করেছে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

তবে নির্বাচনে কোনো দল অংশগ্রহণ করবে কি করবে না তা অন্তর্বর্তী সরকারের বিষয় নয়। এটি রাজনৈতিক বিষয় বলে জানান বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা।

এসএস