'নির্বাচন আর সংস্কার আলাদা জিনিস নয়, তাই দুটোই চলবে'

এখন জনপদে
রাজনীতি
0

নির্বাচন আর সংস্কার আলাদা জিনিস নয়, তাই দুটোই চলবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহৎ প্রতিবেশী চীন আগের ধারা থেকে বেরিয়ে এখন বাংলাদেশের সব রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করছে বলেও জানান তিনি। এদিকে নির্বাচন দিয়ে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন আরেক বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতৃত্বের আসনে থাকায় বিএনপি মহাসচিবের নিজ জেলা ঠাকুরগাঁও এর বাসায় আগমন ঘিরে এমন সমাগম চিরচেনা। তবে এবার স্বৈরাচারমুক্ত পরিবেশে ঈদ উৎসব ঘিরে নেতাকর্মীদের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা।

জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের মুখোমুখি বিএনপি মহাসচিব। জানান ঐকমত্যের ভিত্তিতে সংস্কারগুলোকে সামনের রেখে নির্বাচন হতে পারে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সংস্কার আর নির্বাচন তো আলাদা জিনিস না। সংস্কার ও নির্বাচন তার তার গতিতে চলবে। আমাদের দলের যে মতামত তা আমরা সংস্কার কমিশনকে জানিয়েছি।’ 

এসময় প্রধান উপদেষ্টার চীন সফরকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চীন জানিয়েছে তারা আগামীদিনে উৎপাদনে বিনিয়োগ করবে।’ 

এদিকে, সকালে চট্টগ্রাম নগরীতে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনীতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় কোনও স্বৈরাচার ও অন্যকোনও শক্তি যেননিত্য নতুন পন্থায় ক্ষমতায় যেতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

আমীর খসরু বলেন, 'অনেক দিন পর মুক্ত, স্বাধীন পরিবেশে নেতাকর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছে। নেতাকর্মীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের জন্য, তাদের সে আকাঙ্ক্ষিত দিনের জন্য।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ বাঁধা সৃষ্টি করলে বিএনপি তা মানবে না, দেশ-জাতি জনগণের নির্বাচিত সংসদ চায়। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে বিএনপির কোনো রাজনীতি নেই।’

বহুদিন পর মুক্ত, স্বাধীন পরিবেশে নেতাকর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছে মন্তব্য করে, নেতাকর্মীরা এখন অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

ইএ