আমীর খসরু বলেন, 'অনেক দিন পর মুক্ত, স্বাধীন পরিবেশে নেতাকর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছে। নেতাকর্মীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের জন্য, তাদের সে আকাঙ্ক্ষিত দিনের জন্য।’
বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য বাংলাদেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, 'উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। যেটা বাংলাদেশ অনেক দিন দেখেনি। এই বাংলাদেশের জন্য ১৬ বছর যুদ্ধ করেছি, জেল খেটেছি।'
তিনি বলেন, ‘অনেক বছর পর এবার মুক্ত পরিবেশে নির্ভয়ে ঈদ উদযাপন হচ্ছে। সবার মাঝে অতিরিক্ত আনন্দ বিরাজ করছে। তাই সর্বত্র বিএনপির নেতাকর্মীসহ সবার মাঝে আনন্দ, উচ্ছ্বাস বইছে।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ বাঁধা সৃষ্টি করলে বিএনপি তা মানবে না, দেশ-জাতি জনগণের নির্বাচিত সংসদ চায়। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে বিএনপির কোনো রাজনীতি নেই।’
ঈদের পরদিন আমীর খসরু তার মেহেদিবাগের বাসায় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ উৎসব উদযাপন ও সাক্ষাৎ করেন। বিপুল নেতাকর্মীর উপস্থিতি দেখা যায় তার বাড়ির আঙিনায়।