জনগণকে দেয়া প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার রক্ষা করবে: মির্জা ফখরুল

দেশে এখন
রাজনীতি
0

অল্প সময়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে জনগণকে দেয়া প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার রক্ষা করবে বলেও প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি।

আজ (সোমবার, ৩১ মার্চ) ঈদের দিনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, 'এবারের ঈদ স্বস্তির ও মুক্ত বাতাসে পালন করছে দেশবাসী। এটাই হচ্ছে বিগত দিনের ঈদের পার্থক্য।'

ঈদের নামাজ শেষ করেই বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হন দলের প্রতিষ্ঠাতার মাজারে।

একে একে আসেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ। পরে দলটির মহাসচিব জিয়াউর প্রতি তার সমাধিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা শেষে মুক্তিযুদ্ধ, জুলাই আগস্টে সকল শহীদদের স্মরণ করেন মির্জা ফখরুল।

ইএ