তার বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম ও সোনাইমুড়ী থানায় একটি করে হত্যা মামলা, একটি বিস্ফোরক ও অপহরণ মামলা এবং কবিরহাট থানায় একটি অস্ত্র মামলাসহ মোট ৪ টি মামলা রয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে খুলশীর একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে টাকাসহ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
এর আগে, একরামুল করিম চৌধুরী ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।
পরে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।