একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ
নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আজ (বুধবার, ২ অক্টোবর) আদালেত তোলা হলে এই নির্দেশ দেন আদালত। এর আগে মঙ্গলবার ( পহেলা অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর খুলশি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।