গতকাল (সোমবার, ২০ জানুয়ারি) মধ্যরাতে চট্টগ্রামের খুলশী এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কাপ্তাই থানা পুলিশ। আজ (মঙ্গলবার, ২১ জানুয়ারি) তাকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
কাপ্তাই থানার ওসি মো. মাসুদ বলেন, 'কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অলি উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। সাড়ে ১১টায় আসামি অংসুইছাইন চৌধুরীকে(৬০) গ্রেপ্তার করা হয়েছে। অংসুইছাইন কাপ্তাই থানার বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন মামলা নম্বর-০১(১১)২৪ এর এজাহারনামীয় এক নম্বর আসামি।'
অংসুইছাইন চৌধুরীর বাড়ি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ায়। জুলাই বিপ্লবে হাসিনা সরকার উৎখাত হলে আত্মগোপন চলে যান আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা। সম্প্রতি দলের এক নেতার কাছে তার আত্মগোপন থাকা ও কষ্টে থাকার কথা বলে আর্থিক সহায়তা চেয়ে কান্নার কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে ওই কল রেকর্ডের সূত্র ধরেই পলাতক অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ।
এদিকে একই মামলার এজাহারভুক্ত ২২ নম্বর আসামি মো. জুনায়েদ হোসেনকে (২৫) গতকাল রাত সাড়ে ১০টায় কাপ্তাই ঢাকাইয়া কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকাইয়া কলোনি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আটককৃতদেরকে আজ সকালে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।