আজ (মঙ্গলবার, ২১ ডিসেম্বর) দুপুরে দুদকের মহাপরিচালক আকতার হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।
এদিকে গাজীপুর-৫ আসনের সাবেক এমপি ও নারী শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে ২২ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি আ ক ম সারোয়ার জাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ১১ কোটি টাকা পাচার ও চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা করা হয়।