প্রবাস
দেশে এখন
0

আমিরাতে ক্ষমাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির আরও ১০ জন দেশে ফিরেছেন

চট্টগ্রাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পেয়েছিলেন ৫৭ প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে ক্ষমা পাওয়া আরও ১০ জন দ্বিতীয় ধাপে সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামে ফিরেছেন। এ নিয়ে আরব আমিরাত থেকে চট্টগ্রাম পৌঁছেছেন মোট ২২ জন।

এর আগে সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া ৫৭ প্রবাসী বাংলাদেশির ১৪ জন শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেছেন। এর মধ্যে ২ জন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ও ১২ জন চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছেছেন।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত আন্দোলনের সঙ্গে যুক্ত আরও কয়েকজন দেশে ফেরেন।

সম্প্রতি, কোটা সংস্কার আন্দোলনে প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত।

তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর