দেশে এখন
0

কর্ণফুলি নদীতে ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ

নিখোঁজের ৪২ ঘণ্টা পর রাঙামাটি কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে ভেসে উঠেছে দুই পর্যটকের মরদেহ। তারা হলেন চট্টগ্রাম শহরের সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত(১৬) ও তার খালাতো ভাই প্রিয়ন্ত দাশ। শাওন রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র।

আজ (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় দিকে সীতা দেবী মন্দির এলাকায় কর্ণফুলি নদীতে মরদেহ দু'টি গেসে উঠে। পরে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে।

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, 'ফায়ার সার্ভিসের লিডার কাজী নজরুল ইসলামের নেতৃত্বে নিঁখোজ দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।'

সৃহানীয় ইউপি সদস্য মো. সরোয়ার বলেন, 'আজ সকালে নিঁখোজ পর্যটকের পরিবারের সদস্যরা কর্ণফুলি নদীতে মরদেহ ভেসে উঠলো বলে সংবাদ দিলে আমি সাথে সাথে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে সকাল ৮টা ৫ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ দু'টি কর্ণফুলি নদী হতে উদ্ধার করে।'

এর আগে গত ২৪ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় গোসল করতে গিয়ে ওই দুই কিশোর পর্যটক নিঁখোজ হন। আজ সকালে একই স্থানে মরদেহ দু'টি ভেসে উঠে।

পরে পুলিশ, কাপ্তাই ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ডুবুরি দল নিখোঁজ দুই পর্যটকের সন্ধানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করলেও গতকাল (বুধবার, ২৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি।

এসএস