দেশে এখন
0

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী, যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী। নিম্নাঞ্চল থেকে শহর পর্যন্ত ডুবছে বন্যার পানিতে। জেলার বেশিরভাগ এলাকা এখন বন্যা আক্রান্ত। জেলা শহরের সঙ্গে পুরোপুরি বন্ধ সড়ক যোগাযোগ। বন্ধ রয়েছে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহও। বন্যায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্গতদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেয়ার চেষ্টা করছে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা।

স্মরণকালের সবচেয়ে বড় বন্যায় ভাসছে ফেনীর ৫ উপজেলার বেশিরভাগ এলাকা। শহরের প্রাণকেন্দ্র তলিয়েছে কোমর সমান পানিতে।পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত ৮ লাখ মানুষ। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এখনও অব্যাহত রয়েছে।

গেলো ৪ দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ভয়ঙ্কার অবস্থায় ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার বেশিরভাগ এলাকা। কোনো কোন স্থানে বন্যার পানি ছুঁয়েছে দোতলার ছাদপর্যন্ত। সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা নৌকা করে দুর্গতদের উদ্ধারের চেষ্টা করছেন। পৌঁছে দিচ্ছেন আশ্রয়কেন্দ্রগুলোতে।

সাধারণ মানুষ বলছেন,'মাথা সমান পানি এখন ভাই আমরা আশ্রয় নিতেছি আর কিছু করার নাই।''গরু ছাগল তো ছিলোই সাথে হাঁস মুরগি যা ছিল সব মরে শেষ।'

আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত গেলো ২৪ ঘণ্টায় ১শ' ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনও হাল্কা ও ভারি বৃষ্টিপাত অব্যাহত আছে। মুহুরী নদীর পানি বিপৎসীমার ১শ' ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বাড়ছে বন্যার ভয়াবহতা।

সাধারণ মানুষ বলছেন,'সকালে একটু বৃষ্টি হয়ছে তারপর আর বৃষ্টি নাই খালি পানি বাড়ছে।''বৃষ্টির পানিতে এই অবস্থা হয়নি সব হয়ছে ইন্ডিয়ার পানিতে।' 'সব রয়ে গেছে খালি গরুটা নিয়ে চলে আসছি।'

স্থানীয়রা বলছেন, ১৯৮৮ এবং ৯৮ সালের পর ভয়াবহত বন্যার পরিস্থিতির মুখোমুখি ফেনীবাসী। শহরের প্রাণকেন্দ্রেও কোমর সমান পানি। জেলায় পানিবন্দি মানুষের সংখ্যা অন্তত ৮ লাখ। এ অবস্থায় জেলা প্রশাসন থেকে শুকনো খাবারের ব্যবস্থা করছে জেলা প্রশাসন।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর