স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের পর দেশটির প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তর র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আগ্রহী।
তবে প্রশ্ন শেষ হওয়ার আগেই বেদান্ত প্যাটেল বলেন, ‘এসব দাবি মিথ্যা। যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। এ বিষয়ে যে দাবি করা হচ্ছে তা মিথ্যা। নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল আচরণের পরিবর্তন এবং জবাবদিহিতার প্রচার।’
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার ভোরে তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়েন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গত মঙ্গলবার তিনি ঢাকায় আসেন।
এই সফরে ডোনাল্ড লু সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কয়েকটি বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেন।