প্রতি রবি ও বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে দিনভর জেলার তেরাবাজার হাটে কবুতর বেচাকেনা হয় ।
রং-বেরঙের বিভিন্ন জাতের পোষা কবুতর নিয়ে শত শত মানুষ এই হাটে আসেন। এখানে যারা আসেন তাদের কেউ বিক্রেতা আবার কেউ ক্রেতা।
কবুতর যে আয়ের উৎস হতে পারে তা এই হাটে আসলে বুঝা যায়। অনেকে শখের বসে, অবার অনেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে কবুতর পালন করছেন। কবুতর পালন করে শখের পাশাপাশি মাসিক হাত খরচের যোগানও হচ্ছে। অনেকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।
১০০ থেকে শুরু করে ২০ হাজার টাকা দামের কবুতর এখানে পাওয়া যায়। সপ্তাহে লেনদেন হয় অন্তত ১০ লাখ টাকা, আর মাসে বেচাকেনা হয় প্রায় ৫০ লাখ টাকার।
বিক্রেতারা জানান, এখানে কেউ কবুতর কিনতে আসে আবার কেউ বিক্রি করতে আসে। দৈনিক কিংবা মাসিক হিসেবে উপার্জন ভালো হয়। পড়াশোনার পাশাপাশি অনেকের আয়ের পথ এটি।
পৃথিবীতে প্রায় ২০০ প্রজাতির মধ্যে অন্তত ৩০ প্রজাতির কবুতর বাংলাদেশে দেখা যায়। যার প্রায় সবগুলো এই হাটে পাওয়া যায়।
তেরাবাজার কবুতর হাটের ইজারাদার নুর ইসলাম বলেন, এই বাজারটির বয়স প্রায় ৩০ বছর। এখানে রাজহাঁস-চিলহাঁস, কবুতর ও মুরগি বিক্রি হয়।