দিন গড়িয়ে রাত! দম ফেলার ফুরসত নেই সংযুক্ত আরব আমিরাতের গাড়ি মেরামত ও যন্ত্রাংশের দোকানগুলোয়। যেখানে কাজ করে দেশের রেমিট্যান্সের চাকা সচলে অবদান রাখছেন বহু বাংলাদেশি।
একদিকে মরুর দেশটিতে ক্রমাগতভাবে গরমের তীব্রতা বৃদ্ধি, অন্যদিকে ঈদ ঘনিয়ে আসায় গাড়ি মেরামতে কর্মব্যস্ততা বেড়েছে কয়েকগুণ। রাত-দিন সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছেন কাজ।
স্থানীয় নাগরিক থেকে অভিবাসী; আরব আমিরাতে প্রায় প্রত্যেকের নিত্যদিনের সঙ্গী গাড়ি। তাই এই খাতটি অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার ভরসার বিনিয়োগের জায়গা হয়ে উঠেছে। আজমান প্রদেশের শিল্প এলাকায় দেখা মিলে সারি সারি যন্ত্রাংশ ও গাড়ি মেরামতের দোকান। বাংলাদেশিরা কোনো কোনো দোকানের মালিক আবার কোনোটিতে কাজ করছেন কর্মী হিসেবে।
অন্য শহরের তুলনায় এই প্রদেশে গাড়ি মেরামতের খরচ কম বলে দাবি কর্মীদের। দোকান ভাড়া তুলনামূলক কম হওয়ায় মেরামতের কাজও করতে পারেন সস্তায়। তাই প্রবাসীদের পাশাপাশি স্থানীয়রাও ছুটে আসেন এখানে।
দীর্ঘদিন ধরে দেশটিতে এই পেশায় নিয়োজিত শ্রমিকের সংখ্যা কম নয়। তবে সময়ের সাথে এই খাতে উদ্যোক্তা বাড়ায় কর্মী চাহিদাও বাড়ছে সমান তালে।