তিনি বলেন, ‘ফেনী জেলার কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মানবিক দিক বিবেচনায় এনে আমরা বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘কুমিল্লা বোর্ডের অধীনে মোট ৬টি জেলা রয়েছে। এর মধ্যে ফেনী জেলার পরিস্থিতি সবচেয়ে সংকটাপন্ন। পানি বৃদ্ধি পাওয়ায় বহু শিক্ষার্থী ও কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-পরীক্ষকরা ঠিকমতো কেন্দ্রে পৌঁছাতে পারবে না—এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বোর্ড সূত্রে জানা গেছে, শুধু ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচী পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা রয়েছে। এসব জেলার মধ্যে ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলা ব্যাপক জলাবদ্ধতা ও বন্যার কবলে পড়েছে।





