নির্বাচনে সহিংসতা হলে পুরো আসনের ভোট স্থগিতের হুঁশিয়ারি ইসির

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ | ছবি: এখন টিভি
1

নির্বাচনকে বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা প্রমাণিত হলে শুধু ভোটকেন্দ্র নয়, সংশ্লিষ্ট পুরো আসনের ভোটগ্রহণ স্থগিত করা হবে— এমন কঠোর বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কুমিল্লায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি হুঁশিয়ারি দেন।

সভায় মো. সানাউল্লাহ বলেন, ‘এবারের নির্বাচন দীর্ঘ চার দশক পর নতুন ব্যবস্থায় অনুষ্ঠিত হচ্ছে। যেখানে পোস্টার ব্যালট ব্যবহার করা হবে। এ ব্যালটের ভোট গণনার ক্ষেত্রে সাধারণ গণনার তুলনায় আরও বেশি সতর্কতা ও দায়িত্বশীলতা প্রয়োজন।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বিভিন্ন থানা থেকে চুরি হওয়া অস্ত্রের বড় একটি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। গত ১৩ ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার করা হলেও এখনো চার শতাধিক অস্ত্র উদ্ধার বাকি রয়েছে।’

এসব অস্ত্র দ্রুত উদ্ধারে সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

সভায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নজরদারি টিম ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত দায়িত্ব পালনে জোর দেয়া হয়।

এসএস