আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কুমিল্লায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি হুঁশিয়ারি দেন।
সভায় মো. সানাউল্লাহ বলেন, ‘এবারের নির্বাচন দীর্ঘ চার দশক পর নতুন ব্যবস্থায় অনুষ্ঠিত হচ্ছে। যেখানে পোস্টার ব্যালট ব্যবহার করা হবে। এ ব্যালটের ভোট গণনার ক্ষেত্রে সাধারণ গণনার তুলনায় আরও বেশি সতর্কতা ও দায়িত্বশীলতা প্রয়োজন।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘বিভিন্ন থানা থেকে চুরি হওয়া অস্ত্রের বড় একটি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। গত ১৩ ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার করা হলেও এখনো চার শতাধিক অস্ত্র উদ্ধার বাকি রয়েছে।’
এসব অস্ত্র দ্রুত উদ্ধারে সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
সভায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নজরদারি টিম ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত দায়িত্ব পালনে জোর দেয়া হয়।





