নির্বাচনি প্রচারণায় নারী কর্মীদের বাধা দেয়ার অভিযোগ আজহারুল ইসলামের

এটিএম আজহারুল ইসলাম
এটিএম আজহারুল ইসলাম | ছবি: এখন টিভি
0

নিজ নির্বাচনি আসনের প্রচার-প্রচারণায় নারী কর্মীদের বাধা দেয়ার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি আসন রংপুর-২ এ যুব র‌্যালি শেষে গণমাধ্যমে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘ক্ষমতায় যাওয়ার আগেই যে দল এমন অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে তারা ক্ষমতায় গেলে কী করবে তা সহজেই অনুমান করা যায়।’

আরও পড়ুন:

এসময় ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষায় প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। একে জেলার ছয়টি আসনেই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা।

এসএস