নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও ছাড় হবে না: ইসি সানাউল্লাহ

মতবিনিময় সভায় ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
মতবিনিময় সভায় ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ | ছবি: এখন টিভি
0

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নিরপেক্ষতার প্রশ্নে সামান্য বিচ্যুতি হবে না। এক সুতা পক্ষপাতিত্ব মেনে নেবো না। প্রশাসনের কেউ পক্ষপাতিত্ব করছেন প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে।

আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ফেনীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় তিনি এসব কথা বলেন।

মো. সানাউল্লাহ বলেন, ‘এ নির্বাচনে জাতি হিসেবে আমাদের ভাবমূর্তি বাড়ানোর বিষয় আছে। এবারের নির্বাচন দীর্ঘ খরার পর বৃষ্টির মতো। এ নির্বাচনকে সার্থক করতে হলে স্বচ্ছতা, নিরপেক্ষতা, দৃঢ়টা বজায় রাখতে হবে। সরকার এসব বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে।’

আরও পড়ুন:

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা হক। উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এসময় নির্বাচন কমিশনার নির্বাচনের সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান ইসি।

এসএস