আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ফেনীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় তিনি এসব কথা বলেন।
মো. সানাউল্লাহ বলেন, ‘এ নির্বাচনে জাতি হিসেবে আমাদের ভাবমূর্তি বাড়ানোর বিষয় আছে। এবারের নির্বাচন দীর্ঘ খরার পর বৃষ্টির মতো। এ নির্বাচনকে সার্থক করতে হলে স্বচ্ছতা, নিরপেক্ষতা, দৃঢ়টা বজায় রাখতে হবে। সরকার এসব বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে।’
আরও পড়ুন:
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা হক। উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এসময় নির্বাচন কমিশনার নির্বাচনের সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান ইসি।





