পোস্টাল ব্যালটের পরিবর্তন কোনো দলের চাপে আনা হয়নি: ইসি মাসউদ

ইসি আব্দুর রহমানেল মাছউদ
ইসি আব্দুর রহমানেল মাছউদ | ছবি: সংগৃহীত
0

দেশিয় পর্যায়ে পোস্টাল ব্যালটের পরিবর্তন কোনো দলের চাপে আনা হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও অন্য কোনো বিষয়ে তথ্য গোপন করে এবারের নির্বাচনে পার পেয়ে গেলেও ভোটের পরে প্রমাণিত হলে ব্যবস্থা নিবে কমিশন।’

আরও পড়ুন:

আইন অনুযায়ী ঋণ খেলাপির জামানতকারীরা নির্বাচনে অংশ নিতে পারলেও, ভবিষ্যতে এ আইন পরিবর্তনের সুপারিশের বিষয়ে তিনি বলেন, ‘ভোটের স্বচ্ছতার প্রশ্নে আপস করবে না ইসি।’

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু উল্লেখ করে কমিশনার বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে আমরা কাজ করছি।’

এফএস