প্রধানমন্ত্রীকে উপহার পাঠিয়েছেন হলি আর্টিজানে নিহত জাপানির মেয়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে 'ইকেবানা' উপহার পাঠিয়েছেন গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত জাপানি নাগরিক হিরোশি তানাকার মেয়ে আতসুকো তানাকা। বৃহস্পতিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রী গণভবনে এই উপহার গ্রহণ করেন। এসময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া আতসুকো তানাকার একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে দেন।