আজ (সোমবার, ২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, ‘ইলেক্টোরাল কমিটিগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ সন্তোষজনক রয়েছে। সাধারণ ভোট, গণভোট নিয়ে আমাদের কিছু নির্দেশনা দেয়া হয়েছে। মোবাইল ফাইন্যান্সিং যেন অপব্যবহার না হয়, তা নজরদারি করা হচ্ছে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘সুষ্ঠু গণতান্ত্রিক অনুশীলন নিশ্চিত করা গেলে অতীতে অনেক দুর্ভাগ্যজনক ঘটনার পুনরাবৃত্তি হতো না। নির্বাচন কমিশন সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না।’
এছাড়া সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের চাপ, প্রভাব কিংবা একতরফা নির্দেশনা দেয়া হবে না বলেও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার। এ সভায় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।





