আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আগের বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছর সময় দেয়া হলেও আমাদের ক্ষেত্রে মাত্র ৫০ দিন সময় দেয়া হয়েছে, যা অত্যন্ত অযৌক্তিক। ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা নেয়া হলে আমাদের সঙ্গে অন্যায় করা হবে। তাই পিএসসির প্রতি যৌক্তিক সময় বাড়ানোর দাবি করছি।’
আরও পড়ুন:
শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর বলেন, ‘৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে। যান-চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়ার অনুরোধ করছি।’
তবে পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান-চলাচল স্বাভাবিক হয়।





