আগুনের লেলিহান শিখায় জ্বলেছে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কয়েকটি বেডিং ও পর্দার দোকান।
পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন দোকান যখন পুড়ে গেছে, শেষ হয়ে গেছে কয়েক কোটি টাকার মালামালও। সর্বনাশা আগুনে সম্বল হারিয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছন ব্যবসায়ী।
দোকানি বলেন, 'আমাদের গোডাউনেও পণ্য ছিল, টার সাথে দোকানেও অনেক পণ্য ছিল। দুই দোকানে প্রায় দুই কোটি টাকার মালামাল ছিল। কোনোকিছু বের করতে পারিনি।'
রাত দেড়টার কাছাকাছি সময় আগুন লাগে, তবে কীভাবে আগুনের সূত্রপাত কেউ জানাতে পারেনি।
আরো পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন বলেন, 'দূরে থেকে দেখছি আগুন লাগছে। আগুন লাগার পর আমার বড়ভাই, ছোটভাইদের ডাক দিয়েছি। তারপর কোনোরকম কিছু মালামাল বের করছি। এরপর আগুন লাগেই আছে।'
ফায়ার সার্ভিস জানায়, আগুনের সংবাদ পেয়েই ১টা ৫০ মিনিটে হাজির হন তারা। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান দাহ্য পদার্থ হওয়ায় দ্রুতই ছড়িয়েছে আগুন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ জামান বলেন, 'আগুন পুরোপুরি ডেভেলপ হওয়ার কারণ হচ্ছে এখানে ফোম ছিল। যেগুলো আমরা সোফায় ব্যবহার করি। পর্দার কাপড় ছিল, কিছু তুলাজাতীয় পদার্থ ছিল। যেহেতু ভবনটা ছিল সেমিপাকা, যার কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। ভবন সেমিপাকা হওয়ার কারণে পাশের ভবনের দ্বিতীয় তলায় বাচ্চাদের স্কুলের ড্রেসের একটি দোকান ছিল, সেখানে আগুন ছড়িয়ে যায়।'
আরো পড়ুন:
তিনি বলেন, 'এবং দ্রুত চারপাশ থেকে কাজ করার কারণে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করতে পারি। আশেপাশের বাড়িঘর, ভবন, দোকানপাট আর ক্ষতিগ্রস্ত হতে পারেনি।'
উপস্থিত সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সহযোগিতা করলেও তাদের ভিড় বাঁধার কারণও হয়ে দাঁড়িয়েছে তাদের অগ্নিনির্বাপণে। তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।