তিনি জানান, ৩০ বছর বয়সী তাসলিমার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়াও, দগ্ধদের দুইজনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। এই তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
বাকি দু'জনের একজনের ৩২ শতাংশ ও অপরজনের ২৮ শতাংশ পুড়েছে। দগ্ধ পারভিন, তাসলিমা ও সিমার বয়স ৩০ এর উপরে। এছাড়া ১০ বছর বয়সী তানজিলা ও দেড় বছরের আয়ানও দগ্ধ হয়েছে।
স্বজনরা জানান, রোববার সন্ধ্যা ৭টায় পারভিন সন্ধ্যায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। দগ্ধ অবস্থায় প্রথমে তাদের সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে আনা হয় ঢাকায়।