তিনি জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১০টায় বাঁশখালীর খাটখালী নদীর মোহনায় অভিযানে ১টি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটি তল্লাশি করে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ৫টি ট্রলিং জাল ও ২ হাজার ৫০০ কেজি সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।
আরও পড়ুন:
অপরদিকে, বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাত ৩টায় সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ অভিযান চালিয়ে ২টি ট্রলিং বোট জব্দ করে। তল্লাশিতে প্রায় ৬ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ২৫টি ট্রলিং জাল ও ৩ হাজার কেজি মাছসহ ৩৭ জন জেলে আটক হয়।
জব্দকৃত মালামাল ও আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।





