‘পুলিশকে কোনো রাজনৈতিক দলের দাস হওয়া যাবে না’

0

চুরি, ডাকাতি, গুম-খুন নির্মূলে পুলিশ বাহিনীকে কাজ করার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (রোববার, ১৯ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর সারদা একাডেমিতে ৪০তম বিসিএস এএসপি ক্যাডারদের সমাপনী কুচকাওয়াজে তিনি আরো বলেন, পুলিশকে কোনো রাজনৈতিক দলের দাস হওয়া যাবে না। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, দেশে আগেও আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে । তবে, আগামীতে এ ধরনের ঘটনা এড়াতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনি কুচকাওয়াজ। সকাল ১০টায় একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে ধর্মগ্রন্থ ও জাতীয় পতাকা ছুঁয়ে শপথ নেন ৬০ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার।

এ সময় নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, পুলিশকে কোনো রাজনৈতিক দলের দাস হওয়া যাবে না। চুরি, ডাকাতি, গুম-খুন নির্মূলে পুলিশ বাহিনীকে কাজ করার নির্দেশ দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘চুরি, ডাকাতি, গুম-খুন, মাদকসহ সমাজের সকল অপরাধ নির্মূলে কাজ করতে হবে।সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য থাকে, এসব তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ’

বৈষম্যবিরোধী চেতনা ধারণে পুলিশদের পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, পুলিশের সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সাধারণ মানুষকে সম্মান করতে শিখুন। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার উদ্বুদ্ধ হয়ে আপনাদের আত্মনিয়োগ করতে হবে।’

পরে সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে আগেও ধর্ষণেরমতো ঘটনা ঘটেছে। তবে, আগামীতে এ ধরনের ঘটনা এড়াতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এই রকম দুই একটা ঘটনা সব সময় ঘটছে এবং আগেও ঘটেছে ভবিষ্যতে যেন না ঘটে সে জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এজন্য তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।’

এর আগে গেল বৃহস্পতিবার রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস ক্যাডারদের প্রশিক্ষণরত ৬৬ জনের মধ্যে ৬ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।

এএম