পেরুর অন্তর্বর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে জেন-জিদের বিক্ষোভ

পেরুতে জেন-জি শিক্ষার্থীদের বিক্ষোভ
পেরুতে জেন-জি শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

লাতিন আমেরিকার দেশ পেরুর নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরির বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে জেন-জি শিক্ষার্থীরা। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন সরকার ব্যর্থ হওয়ায় রাজপথে নেমেছে তারা। বিক্ষোভে যোগ দিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও। পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ছাত্র-জনতা রাজপথ দখলের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে।

জেন-জিদের বিক্ষোভে আবারও উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। দেশজুড়ে গুম-খুন, চাঁদাবাজিসহ নানা অপরাধের প্রতিবাদে নতুন অন্তর্বর্তী সরকারপ্রধান হোসে জেরি ও তার ক্যাবিনেট সদস্যদের বিরুদ্ধে তাদের এবার বিক্ষোভ নেমেছে ছাত্র-জনতা।

বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন, ‘আগের প্রেসিডেন্ট পদত্যাগ করার পরও পরিস্থিতি একই রকম রয়েছে। চাঁদাবাজি ও গুম-খুন অব্যাহত রয়েছে। পুলিশ কিছুই করছে না। চোখের সামনে অপরাধ হতে দেখছি।’

অন্য একজন বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় থাকার যোগ্য নয়। হত্যাকাণ্ড বন্ধে দ্রুত সমাধান চাই আমরা। পুলিশ সাধারণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।’

আরও পড়ুন:

গতকাল (বুধবার, ১৫ অক্টোবর) রাতে রাজধানী লিমার রাজপথে নামে জেন-জি আন্দোলনকারীরা। এতে যোগ দেন নানা শ্রেণি-পেশার মানুষও। নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙ্গে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্র-জনতার ওপর চড়াও হয় পুলিশ। এক পর্যায়ে তা রূপ নেয় সহিংস বিক্ষোভে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। করা হয় লাঠিচার্জও। আটক হন বেশ কয়েকজন।

গেলো সপ্তাহে পেরুর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন বিতর্কিত নেতা দিনা বোলুয়ার্তে। তার পদত্যাগের পরপরই আইন প্রণেতাদের সিদ্ধান্ত অনুযায়ী দেশটির অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন হোসে জেরি।

ক্ষমতার পালাবদলের এই সময়ে দেশটির আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। মূলত এ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় নতুন সরকার।

এসএস