ট্রাম্প প্রশাসনকে ২০ কোটি ডলার জরিমানা দিতে সম্মত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়
কলম্বিয়া বিশ্ববিদ্যালয় | ছবি: সংগৃহীত
0

ট্রাম্প প্রশাসনকে ২০ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। এর বিনিময়ে বিশ্ববিদ্যালয়টির আটকে থাকা তহবিল পুনরুদ্ধার করা হবে।

এ বিষয়ে তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। এক বিবৃতিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ক্যাম্পাসে ইহুদি শিক্ষার্থীদের হয়রানি বন্ধে পর্যাপ্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ নিষ্পত্তি করতে আগ্রহী তারা।

আগামী তিন বছরের মধ্যে ২০ কোটি ডলার জরিমানাও দিতে প্রস্তুত বিশ্ববিদ্যালয়টি। চুক্তির শর্ত অনুযায়ী, গেল মার্চে বন্ধ ও স্থগিত হওয়া ফেডারেল সরকারের অনুদানের একটি বিশাল অংশ পুনর্বহাল করা হবে।

বর্তমান এবং ভবিষ্যতের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কোটি কোটি ডলার অনুদান পাবে। ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জন্য কয়েক ডজন শিক্ষার্থীকে শাস্তি দেয়ার একদিন পরই এই ঘোষণা আসলো।

এসএস