কিছু শঙ্কা কিছু অপুর্ণতা নিয়ে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলাম। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির বলেছেন, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, স্বচ্ছ নির্বাচনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।
জামায়াত আমির বলেন, ‘আগামীতে দেশে সুশাসন কায়েম হওয়া, গণতন্ত্র তার মজবুত ভিত্তি পাওয়া, আইনের শাসন এবং সুবিচার সমাজে প্রতিষ্ঠিত হওয়া, দুর্নীতি থেকে দেশকে মুক্ত করা এবং পুরো অর্থনৈতিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো—তারা আশ্বস্ত করেছেন একটি সুষ্ঠ নির্বাচনের জন্য তাদের পক্ষ থেকে যতদূর সম্ভব সর্বোচ্চ সহযোগিতা তারা দেবেন।’
প্রবাসীদের ভোটাধিকার ও বিভিন্ন দাবি আদায়ে জামায়াত কাজ করছে উল্লেখ করে জামায়াত আমির জানান, দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে প্রপাগান্ডা চলছে।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমাদের দেশটি যাতে আনস্টেবল থাকে, এজন্য পরিকল্পিতভাবে কোনো কথা থেকে এরকম জিনিস প্রোপাগন্ডা হিসেবে স্প্রেড করা হয়। যেটাকে আমরা আসলেই গ্রহণ করতে পারি না। আমরা আশা করি, ফেব্রুয়ারিতে যথাসময়ে নির্বাচন হবে।’
জুলাই যোদ্ধা ও ইনকিলাম মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেন জামায়াত আমির। এসময় জুলাই বিপ্লবীদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আহ্বানও জানান তিনি।
তিনি ওসমান হাদির মৃত্যতে শোক প্রকাশ করে বলেন, ‘দোয়া করি, আল্লাহ তার পরিবারকে এ কষ্ট সহ্য করার তৌফিক দান করুন।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবীদের জন্য সরকার যেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।’
এক দিনের যুক্তরাজ্য সফর শেষে কমিউনিটির বিশিষ্টজনদের নিয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াত আমির। আগামী ২১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।





