এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর শাহবাগে জড়ো হয় বিক্ষুব্ধ জনতা।
সেখান থেকে একটি দল ধানমন্ডির দিকে গিয়ে ছায়ানটের বিল্ডিংয়ে ঢুকে ভাঙচুর করে এবং ভবনের জিনিসপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের বের করে দেয়।
আরও পড়ুন:
বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।
এর আগে রাত পৌনে ১২টার দিকে প্রথম আলোর কার্যালয় ও পরে ডেইলি স্টার অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এতে ডেইলি স্টার ভবনের ছাদে আটকা পড়েন বেশ কয়েকজন সাংবাদিক।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়।




