উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

‘আইকন অব দ্য সিজ’ বিশ্বের সর্ববৃহৎ জাহাজ

বিশ্বের সর্ববৃহৎ বিলাসবহুল প্রমোদতরী ‘আইকন অব দ্য সিজ’ আগামী ২৭ জানুয়ারি থেকে চলবে। জাহাজটির যাত্রী হতে মাথাপিছু গুণতে হবে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ ডলার পর্যন্ত।

জাহাজটিতে একই সময়ে ১০ হাজার মানুষ অবস্থান করতে পারবেন। তাদের সর্বোচ্চ বিনোদনের ব্যবস্থায় বাদ পড়বে না কোন অভিজ্ঞতা।

এদিকে যুক্তরাষ্ট্রের রয়্যাল ক্যারিবিয়ানে চলছে ব্যাপক প্রস্তুতি। ২০ তলা জাহাজটিকে আটটি এলাকায় ভাগ করা হয়েছে আলাদা আটটি থিমে। আছে সাতটি সুইমিং পুল, ছয়টি সুউচ্চ ওয়াটার স্লাইড, টিউবসহ ভিন্নধর্মী ওয়াটার পার্ক। ৪০টি আলাদা রেঁস্তোরা ও বারে সব ধরনের খাবারের স্বাদ নিতে পারবেন অতিথিরা।

জাহাজটির প্রধান প্রকৌশলী স্টিগ এরিকসন বলেন, ‘ছুটি কাটানোর জন্য এটি চমৎকার। পুরো যাত্রায় জাহাজের নতুন নতুন ভেন্যুগুলোতে অতিথিদের চমৎকার সময় কাটানো নিশ্চিত করা আমাদের একমাত্র লক্ষ্য। পরিবার নিয়ে যারা আসবেন, এতো মানুষের মধ্যেও তারা সম্পূর্ণ একান্তে থাকতে পারবেন।’

বিশাল এ জাহাজের অভ্যন্তরীণ আয়তন আড়াই লাখ গ্রস টনেজের বেশি। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে চলবে জাহাজটি, নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাও আছে ।

এরিকসন আরও বলেন, 'প্রথমবার অতিথিদের নিয়ে যেদিন সাগরে নামবো, এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হবো বলে আশা করছি। ভীষণ ইতিবাচক উদ্যম নিয়ে অতিথিরা পুরো যাত্রা উপভোগ করবেন। আইকন অব দ্য সিজ-এর প্রথম দর্শনই মুগ্ধ করবে।’

আগামী ২৭ জানুয়ারি প্রথম যাত্রায় পূর্ব ক্যারিবিয়ানের উদ্দেশ্যে পাড়ি দেবে আইকন অব দ্য সিজ।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর
বাইডেন প্রশাসনের সঙ্গে ট্রাম্পের ট্রানজিশন টিমের সমঝোতা স্মারকে সই

থ্যাঙ্কসগিভিং ডে ঘিরে যুক্তরাষ্ট্রে বেড়েছে ভ্রমণপিপাসুদের আনাগোনা

ঘুষ কেলেঙ্কারিতে অনিশ্চয়তায় আদানির শত-কোটি ডলারের বিদেশি বিনিয়োগ

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রাণ সঞ্চার করছে সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের কয়েকটি দেশ

ইসরাইলে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা হিজবুল্লাহর

ঘুষ কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্রের পর বিভিন্ন দেশে ঝড়ের মুখে আদানি গ্রুপ

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া-জাপানের যৌথ মহড়ায় চাপে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক অপরাধ আদালত ইহুদি বিদ্বেষী: বেনইয়ামিন নেতানিয়াহু

সাইক্লোন বোম্বের আঘাতে ওয়াশিংটনে দু'জনের মৃত্যু

অভিযোগ দায়েরের পর আদানি গ্রুপের শেয়ার দর কমেছে

যুক্তরাষ্ট্রের প্রশাসনিক দপ্তরে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের