যুদ্ধ শুরুর পর ইসরাইলি হামলায় উপত্যকায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৬ হাজার। এমন অবস্থায় এই সংস্থাকে আরও তিন কোটি মার্কিন ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এরইমধ্যে ৭০ লাখ মার্কিন ডলারের সহায়তা বিতরণ করা হয়েছে। গেল এক মাসে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মারা গেছে চার শতাধিক ফিলিস্তিনি। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিইএ- এসব সহায়তা বিতরণ কেন্দ্রগুলোকে মৃত্যু ফাঁদ হিসেবে আখ্যায়িত করেছে।
এদিকে মঙ্গলবার গাজা উপত্যকার মধ্যাঞ্চলে সাত ইসরাইলি সেনা নিহত হয়েছে। খান ইউনিস এলাকায় কর্মরত প্রকৌশল দলের সদস্য ছিলেন তারা। তাদের বহনকারী গাড়িতে বিস্ফোরণে প্রাণ হারায় ইসরাইলি সেনারা।





