ইরানের হুঁশিয়ারি: ইরাইলের পাশে যুক্তরাষ্ট্র জড়ালে নারকীয় বিপর্যয়

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদের
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদের | ছবি: সংগৃহীত
1

ইরান আক্রমণে ইসরাইলের সাথে যুক্তরাষ্ট্র যোগ দিলে তা পুরো অঞ্চলকে নারকীয় বিপর্যয়ের মুখে ঠেলে দেবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদের।

তিনি বলেন, এটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। যুক্তরাষ্ট্র এ যুদ্ধে জড়ালে ইতিহাসের খলনায়ক হয়ে উঠবেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে হোয়াইট হাউস জানায়, ইরানে হামলায় যোগ দেয়ার ব্যাপারে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। তার আগ পর্যন্ত সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চলবে।

এদিকে জরিপ বলছে, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা সমর্থন করেন না ৬০ শতাংশ মার্কিন নাগরিক। সংঘাত তীব্র হতে থাকার মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলাপ করছে ইরান।

এরইমধ্যে বেশ কয়েকবার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ফোনালাপ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা।

আগামীকাল (শনিবার, ২১ জুন) তুরস্কের ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ওআইসির বৈঠকেও অংশ নেবেন আরাকচি।

এসএস