ইরানের হামলায় আহত ২৭১ ইসরাইলি হাসপাতালে

ইরানের হামলায় বিদ্ধস্ত হাসপাতালে
ইরানের হামলায় বিদ্ধস্ত হাসপাতালে | ছবি: সংগৃহীত
1

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত ২৭১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল (বুধবার, ১৮ জুন) রাতভর ইসরাইলের বিভিন্ন স্থানে এ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরাইলের মার্কিন সংবাদমাধ্যম সিএনএন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে চারজন। এছাড়া ১৬ জনের মাঝারি ধরনের জখম হয়েছে এবং ২৪ জনকে মানসিক চাপে ভোগার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যরা হালকা আঘাত পেয়েছে এবং কারও কারও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া ইসরাইলের সরোকা হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৭১ জন আহত হয়েছে বলে জানানো হয়।

এদিকে ইরানের দাবি, ওই হাসপাতালের কাছে থাকা একটি ইসরাইলি গোয়েন্দা ও কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তাদের লক্ষ্য হাসপাতাল ছিল না।

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ইরান-ইসরাইলের সংঘাতের পর থেকে এখন পর্যন্ত দুই হাজার ৩০০ এর বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএস