যুদ্ধ বন্ধের আলোচনায় অংশ নিতে সৌদিতে রুশ ও মার্কিন প্রতিনিধি দল

মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় অংশ নিতে সৌদি আরবে পৌঁছেছেন রুশ ও মার্কিন প্রতিনিধি দল। আজ রিয়াদে এ ইস্যুতে বৈঠক হওয়ার কথা রয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ ও পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকভ বৈঠকে প্রতিনিধিত্ব করবেন।

অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও কূটনীতিবিদ কেইথ কেলগ।

এরইমধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইউরোপকে বাদ দিয়ে ইউক্রেন শান্তি আলোচনার প্রতিক্রিয়ায় ফ্রান্সের প্যারিসে প্রেসিডেন্সিয়াল প্যালেস-এলিসি ভবনে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। আহ্বান জানান, ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পিছপা না হওয়ার।

এএইচ

BREAKING
NEWS
2