ট্রাস্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে লড়াই চালাতে নেতানিয়াহুর অঙ্গীকার

মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে লড়াই সম্পন্ন করার অঙ্গীকার করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গতকাল (রোববার, ১৬ ফেব্রুয়ারি) জেরুজালেম সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গত ১৬ মাসে ইরানের বিরুদ্ধে ইসরাইল শক্তিশালী আঘাত হানতে পেরেছে বলে দাবি নেতানিয়াহুর। এছাড়া হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজা খুলে দেয়ার হুমকি পুনর্ব্যক্ত করেন তিনি।

এসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, কিছুতেই ইরানকে পারমাণবিক ক্ষমতাধর হতে দেয়া যাবে না। মধ্যপ্রাচ্যে শান্তির জন্য হুমকি- এমন সবকিছুর পেছনে ইরানের হাত আছে বলেও মন্তব্য করেন তিনি।

গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সন্দেহ জানিয়ে হামাসকে নির্মূল করতে হবে বলে মন্তব্য করেন রুবিও।

এদিকে ইসরাইলি হামলায় দক্ষিণ গাজায় তিন পুলিশ সদস্য নিহত হওয়ায় দেশটির বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাস।

এসএস