আসাদের পতন: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাবমূর্তিতে বড় আঘাত

0

সিরিয়ায় বাশার আল-আসাদের পতন ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার জন্য ধাক্কা শুধু নয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাবমূর্তিতেও বড় আঘাত। আসাদকে আশ্রয় দেয়া মস্কো মধ্যপ্রাচ্যে নিজেদের নীতি বদলাবে না, মত বিশ্লেষকদের। অন্যদিকে, আন্তর্জাতিক অঙ্গনে আসাদের নীরব মিত্র চীনেরও মধ্যপ্রাচ্যে পা রাখার চেষ্টায় ভাটা পড়েছে আসাদের পতনে।

দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধে দেশের মানুষের জীবনে যে অন্ধকার নেমেছিল, রাষ্ট্রপ্রধান হয়েও তা দেখতে চাননি বলেই হয়ত রাতের অন্ধকারে নিজের প্রাসাদ ছাড়তে হয়েছে ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদকে। দামেস্ক থেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন মস্কোতে।

২০১৫ সালে সিরিয়ার গৃহযুদ্ধে ক্ষমতাসীনদের পক্ষে অংশ নিয়ে আসাদ সরকারের গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হয় রাশিয়া। আসাদ বাহিনীর প্রতিরক্ষায় বড় পরিসরে সামরিক সহযোগিতা দেয়ার পাশাপাশি জাতিসংঘে দামেস্কের কূটনৈতিক ঢাল হয়েছিল মস্কো। আসাদের ক্ষমতা দীর্ঘায়িত করার কৃতিত্বেরও বড় ভাগীদার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এই সহযোগিতার বিনিময়ে সিরিয়ার টার্টুজে সামরিক ঘাঁটি সম্প্রসারণ করে রুশ নৌবাহিনী। ১৯৭১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে তৎকালীন সিরীয় প্রশাসনের সঙ্গে চুক্তির মাধ্যমে নির্মিত ঘাঁটিটি গেলো দশকে সম্প্রসারণের পাশাপাশি নিকটবর্তী মেইমিম বিমানঘাঁটিও ২০১৫ সাল থেকে পরিচালনা করছিল মস্কো।

দু'টি ঘাঁটিই সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের লাটাকিয়া প্রদেশে অবস্থিত এবং আন্তর্জাতিক অঙ্গণে রাশিয়ার লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত। আসাদ প্রশাসনের পক্ষে অভিযান পরিচালনার পাশাপাশি ভূমধ্যসাগরীয় অঞ্চল ও আফ্রিকাজুড়ে মস্কোর প্রভাব বাড়াতে সাহায্য করেছে ঘাঁটি দু'টো। বিশেষ করে লিবিয়া, সুদান ও মধ্য আফ্রিকায় রাশিয়ার অবস্থান পুরোপুরি লাটাকিয়ানির্ভর।

গিগা ইনস্টিটিউট ফর মিডল ইস্ট স্টাডিজের সিরিয়াবিষয়ক বিশেষজ্ঞ আন্দ্রে ব্যাংক বলেন, ‘কয়েক দশকের মিত্র আসাদকে হারানোর পর এই ঘাঁটি দুটো কর্মক্ষম রাখা রাশিয়ার জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি। কারণ ভূমধ্যসাগরে, বিশেষ করে পূর্বাঞ্চলে রাশিয়ার এটিই একমাত্র সামরিক ও বিমান ঘাঁটি। যেখানে একদিকে মধ্যপ্রাচ্যে একদম কেন্দ্রে মার্কিন সেনা, কাছেই ইসরাইল, তুরস্ক এবং অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ শক্তিগুলো। তাই যেকোনো মূল্যে সিরিয়ায় নিজেদের ঘাঁটিগুলো রক্ষা করতে চাইবে রাশিয়া।’

বিশ্লেষকরা বলছেন, আসাদকে আশ্রয় দিলেও মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় নিজেদের নীতি বদলাতে চায় না বলে সিরিয়ায় ক্ষমতার পটপরিবর্তনের সাথে তাল মেলাবে আসাদের দীর্ঘকালের মিত্র পুতিন প্রশাসন। আসাদবিরোধী বিদ্রোহীদের গেলো সপ্তাহেই 'সন্ত্রাসী' আখ্যা দেয়া রাশিয়া তাই সুর পাল্টে এরই মধ্যে দামেস্কের নিয়ন্ত্রণকারীদের 'বিরোধী দল' হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে।

গিগা ইনস্টিটিউট ফর মিডল ইস্ট স্টাডিজের সিরিয়াবিষয়ক বিশেষজ্ঞ আন্দ্রে ব্যাংক বলেন, ‘মধ্যপ্রাচ্যে রাশিয়ার নীতি বহাল থাকবে কী না বা এই ঘাঁটি দুটোর ভাগ্য কী হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে আমার মনে হয় যে নতুন অন্তর্বর্তী সরকার বা সাবেক শাসকগোষ্ঠীর মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার উদ্যোগ নিতে পারে রাশিয়া।’

কর্তৃত্ববাদী শাসনের প্রশ্নে আসাদ-পুতিনের আরেক সমকক্ষ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসনও কি কিছুটা নড়ে গেছে আসাদের পতনে? ইরান-রাশিয়ার মতো সিরিয়ার গৃহযুদ্ধে সরাসরি সম্পৃক্ততা কখনোই ছিল না বেইজিংয়ের।

কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাশার আল-আসাদের নীরব মিত্রের ভূমিকা পালন করেছে জিনপিং প্রশাসন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে সিরিয়া ইস্যুতে নানা প্রস্তাবে বরাবর ভেটো দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আসাদের কূটনৈতিক ঢাল হয়ে থেকেছে বেইজিং।

আর্থিক সহযোগিতা-ত্রাণ-বিনিয়োগ ইত্যাদিতেও আসাদের সহযোগী ছিল চীন। ২০১৬ সালে মাত্র পাঁচ লাখ ডলার থেকে ১শ' গুণ বাড়িয়ে পরের বছরে সিরিয়াকে সাড়ে পাঁচ কোটি ডলারের ত্রাণ দেয় চীন।

২০১৮ সালে সিরিয়ার সর্ববৃহৎ বন্দর লাটাকিয়ায় ৮শ' ইলেক্ট্রিক্যাল পাওয়ার জেনারেটর দান এবং এ পর্যন্ত সিরিয়ার তেল ও গ্যাস খাতে ৩শ' কোটি ডলারের বেশি বিনিয়োগও করেছে বেইজিং।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার মতোই চীনও সিরিয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে প্রবেশ করতে চেয়েছিল মধ্যপ্রাচ্যে, আসাদের পতনে যা থমকে যেতে পারে। এই অচলাবস্থা এড়াতে পাঁচ দশকের স্বৈরশাসনের পর সিরিয়ার নতুন সরকারের সঙ্গে মস্কোর মতোই সহযোগিতার সম্পর্কের পথ বেছে নিতে পারে বেইজিংও।

এএম

শিরোনাম
ক্ষুদ্রঋণ হচ্ছে সত্যিকারের ব্যাংক, যেখানে মানুষকে জামানতবিহীন ঋণ প্রদান করা হয়, মাইক্রোক্রেডিট ব্যাংক হলে উদীয়মান উদ্যোক্তারা বিনিয়োগ পাবে: প্রধান উপদেষ্টা; মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড; ছেলে সজীব ও রাতুল এবং স্ত্রী জাহেদা বেগমের খালাস; রায়ে অসন্তুষ্ট আছিয়ার পরিবার, রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নেয়া হবে: রাষ্ট্রপক্ষের আইনজীবী
সংস্কারের নামে সুকৌশলে নির্বাচনের রোডম্যাপ এড়িয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: তারেক রহমান; পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের আহ্বান
অনন্তকাল বিচার ও সংস্কারের বাহানায় গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করবেন না: সালাহউদ্দিন আহমেদ; জনগণের একমাত্র ম্যান্ডেট সুষ্ঠু নির্বাচন
নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারতো, সে কাজগুলো বর্তমানে আটকে রয়েছে: রুহুল কবির রিজভী
অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়ার অভিযোগ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি, ব্যক্তিগতভাবে আন্দোলনের ডাক দেয়া হয়নি, জনগণ নিজ উদ্যোগেই আন্দোলন করছে, আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে: ইশরাক হোসেন
এমএফএস কোম্পানি 'নগদ' ফের দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র; ফের নগদের মাধ্যমে অবৈধ টাকা বা ই-মানি তৈরির আশঙ্কা; নতুন করে নগদের এমডিসহ অন্যান্য কর্মীদের বিভাগ পরিবর্তন করে দেয়ার অভিযোগ
'কালচারাল ফাইট' বন্ধ করে রাষ্ট্র পুনর্গঠনে মনোযোগ না দিলে আধিপত্যবাদী শক্তি ফের ফ্যাসিবাদ কায়েম করতে পারে: হাসনাত আবদুল্লাহ
জুলাই অভ্যুত্থান এনসিপির একক অর্জন নয়: ফরহাদ মজহার
বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারকাজ দ্রুত শেষ হবে: ডিএমপি কমিশনার
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট ল্যুইসে শক্তিশালী টর্নেডোর আঘাতে ২১ জনের মৃত্যু, ৫ হাজার ভবন ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎবিচ্ছিন্ন ১ লাখ মানুষ
যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় ইসরাইল-হামাস আলোচনা হয়েছে: হামাস কর্তৃপক্ষ
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন পারভেজ হোসেন ইমন
বিপিএল ফুটবল: ফর্টিসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে ঢাকা আবাহনী; বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামকরণের পর প্রথমবার চ্যাম্পিয়ন মোহামেডান
অনূর্ধ্ব সাফ চ্যাম্পিয়নশিপ: রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ; ছেলেরা আত্মবিশ্বাসী, ফাইনাল জিততে প্রস্তুত: হেড কোচ; চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরতে চাই: অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল
ক্ষুদ্রঋণ হচ্ছে সত্যিকারের ব্যাংক, যেখানে মানুষকে জামানতবিহীন ঋণ প্রদান করা হয়, মাইক্রোক্রেডিট ব্যাংক হলে উদীয়মান উদ্যোক্তারা বিনিয়োগ পাবে: প্রধান উপদেষ্টা; মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড; ছেলে সজীব ও রাতুল এবং স্ত্রী জাহেদা বেগমের খালাস; রায়ে অসন্তুষ্ট আছিয়ার পরিবার, রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নেয়া হবে: রাষ্ট্রপক্ষের আইনজীবী
সংস্কারের নামে সুকৌশলে নির্বাচনের রোডম্যাপ এড়িয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: তারেক রহমান; পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের আহ্বান
অনন্তকাল বিচার ও সংস্কারের বাহানায় গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করবেন না: সালাহউদ্দিন আহমেদ; জনগণের একমাত্র ম্যান্ডেট সুষ্ঠু নির্বাচন
নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারতো, সে কাজগুলো বর্তমানে আটকে রয়েছে: রুহুল কবির রিজভী
অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়ার অভিযোগ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি, ব্যক্তিগতভাবে আন্দোলনের ডাক দেয়া হয়নি, জনগণ নিজ উদ্যোগেই আন্দোলন করছে, আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে: ইশরাক হোসেন
এমএফএস কোম্পানি 'নগদ' ফের দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র; ফের নগদের মাধ্যমে অবৈধ টাকা বা ই-মানি তৈরির আশঙ্কা; নতুন করে নগদের এমডিসহ অন্যান্য কর্মীদের বিভাগ পরিবর্তন করে দেয়ার অভিযোগ
'কালচারাল ফাইট' বন্ধ করে রাষ্ট্র পুনর্গঠনে মনোযোগ না দিলে আধিপত্যবাদী শক্তি ফের ফ্যাসিবাদ কায়েম করতে পারে: হাসনাত আবদুল্লাহ
জুলাই অভ্যুত্থান এনসিপির একক অর্জন নয়: ফরহাদ মজহার
বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারকাজ দ্রুত শেষ হবে: ডিএমপি কমিশনার
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট ল্যুইসে শক্তিশালী টর্নেডোর আঘাতে ২১ জনের মৃত্যু, ৫ হাজার ভবন ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎবিচ্ছিন্ন ১ লাখ মানুষ
যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় ইসরাইল-হামাস আলোচনা হয়েছে: হামাস কর্তৃপক্ষ
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন পারভেজ হোসেন ইমন
বিপিএল ফুটবল: ফর্টিসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে ঢাকা আবাহনী; বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামকরণের পর প্রথমবার চ্যাম্পিয়ন মোহামেডান
অনূর্ধ্ব সাফ চ্যাম্পিয়নশিপ: রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ; ছেলেরা আত্মবিশ্বাসী, ফাইনাল জিততে প্রস্তুত: হেড কোচ; চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরতে চাই: অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল