আসাদের পতন: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাবমূর্তিতে বড় আঘাত
সিরিয়ায় বাশার আল-আসাদের পতন ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার জন্য ধাক্কা শুধু নয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাবমূর্তিতেও বড় আঘাত। আসাদকে আশ্রয় দেয়া মস্কো মধ্যপ্রাচ্যে নিজেদের নীতি বদলাবে না, মত বিশ্লেষকদের। অন্যদিকে, আন্তর্জাতিক অঙ্গনে আসাদের নীরব মিত্র চীনেরও মধ্যপ্রাচ্যে পা রাখার চেষ্টায় ভাটা পড়েছে আসাদের পতনে।